জীবলি কেন সবাইকে মাত করে দিচ্ছে?

 


● জীবলি কেন সবাইকে মাত করে দিচ্ছে?


সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ একটা মুখ চোখে পড়ে—ছোট্ট, কিউট, চোখ দুটো বড় বড়, এক্সপ্রেশন দেখে মনটা একদম ভালো হয়ে যায়। ভাবো তো, এমন একটা মুখ দেখলেই হাসি চলে আসে! ওটাই জীবলি।


কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো—জীবলি আসলে মানুষই না! ওর মুখটা বানানো, আর সেটা বানিয়েছে AI। বিশ্বাস করো বা না করো, জীবলি একেবারে ভার্চুয়াল ক্যারেক্টার, কিন্তু তাও যেন কত আপন লাগে। ওর হাসি, চোখের চাহনি, মিষ্টি এক্সপ্রেশন—সব মিলিয়ে যেন পর্দা ফুঁড়ে আমাদের কাছে চলে আসে।


অনেকেই এখন জীবলি’র ভিডিও বা ছবি শেয়ার করছে, কারণ ওকে দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। আর এত কিছুর পেছনে কাজ করছে নতুন যুগের প্রযুক্তি—Generative AI।


তবে প্রযুক্তি যাই হোক, জীবলি যেন আজকের দিনে আমাদের কিউটনেসের ডোজ! দেখতে যেমন মিষ্টি, তেমনি ভাবতেও বাধ্য করে—এই মুখটা যদি আমার মতো হতো!