tecno phone under 10000

 Tecno লঞ্চ করল  Tecno spark 20 স্মার্ট ফোন। যা পাওয়া যাবে সাধ্যের দামের  মধ্যেই।

Tecno spark 20
Tecno spark 20

দুরন্ত ফিচারস আর ক্যামেরা সহ বাজারে আসতে চলেছে নতুন Tecno spark 20 স্মার্ট ফোন যার রয়েছে ডুয়েল ক্যামেরা সহ স্মার্ট চার্জিং Type-C পোর্ট ।


হাইলাইট 

● 2 ফেব্রুয়ারিতে লঞ্চ Tecno spark 20 হল স্মার্টফোন।

● অনলাইন ই-কমার্স সাইট flipkart ও amazon সহ Tecnoর নিজস্ব স্টোর গুলিতে পাওয়া যাবে।

● সাধ্যের দামের মধ্যেই পাওয়া যাবে এই ফোনটি সম্ভবত দাম রাখা হয়েছে ১০৪৯৯ ।


সাধের দামের জন্য এই ফোনটি ভীষণ ভালো। এবং তার সাথে রয়েছে দুরন্ত কর্ম ক্ষমতা । Tecno android V13 সাথে লঞ্চ হচ্ছে।

Tecno spark 20
Tecno spark 20

কর্ম ক্ষমতা

● মিডিয়াটেক হেলিও জি 85
● অক্টাকোর (2GHz, ডুয়াল কোর+ 1.8 GHz Hexa কোর) 
● 8 GB RAM


প্রদর্শন

●6.6 ইঞ্চি (16.77 সেমি ) আইপিএস  এলসিডি
●720×1612 Px (HD+)
●90Hz রিফ্রেশ রেট
● পাঞ্চ হোল ডিসপ্লের শহর বেসেল লেন্স

পেছনের ক্যামেরা

● ডুয়েল ক্যামেরা সেটআপ 50 এমপি ওয়াইট অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা
● ডুয়েল এলইডি Netflix
●2k @ fps ভিডিও রেকর্ডিং

সামনের ক্যামেরা

●32 এমপি হোয়াইট এঙ্গেল লেন্স
● ডুয়াল এলইডি
● ফুল এইচডি @ 30fps  ভিডিও রেকর্ডিং

ব্যাটারি

●5000mAh
●18w দ্রুত চার্জিং ইউএসবি সি পোর্ট


সাধারণ 

●SIM 1 : Nano ,SIM2 : Nano 
● ভারতের 5g  সমর্থিত নয়
●128 GB অভ্যন্তরীণ স্টোরিজ 1TB পর্যন্ত প্রচারণযোগ্য

আরো বিস্তারিত নতুন নতুন ফোনের সম্পর্কে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।


Join us  more