Tecno লঞ্চ করল Tecno spark 20 স্মার্ট ফোন। যা পাওয়া যাবে সাধ্যের দামের মধ্যেই।
Tecno spark 20 |
দুরন্ত ফিচারস আর ক্যামেরা সহ বাজারে আসতে চলেছে নতুন Tecno spark 20 স্মার্ট ফোন যার রয়েছে ডুয়েল ক্যামেরা সহ স্মার্ট চার্জিং Type-C পোর্ট ।
হাইলাইট
● 2 ফেব্রুয়ারিতে লঞ্চ Tecno spark 20 হল স্মার্টফোন।
● অনলাইন ই-কমার্স সাইট flipkart ও amazon সহ Tecnoর নিজস্ব স্টোর গুলিতে পাওয়া যাবে।
● সাধ্যের দামের মধ্যেই পাওয়া যাবে এই ফোনটি সম্ভবত দাম রাখা হয়েছে ১০৪৯৯ ।
সাধের দামের জন্য এই ফোনটি ভীষণ ভালো। এবং তার সাথে রয়েছে দুরন্ত কর্ম ক্ষমতা । Tecno android V13 সাথে লঞ্চ হচ্ছে।
Tecno spark 20 |
কর্ম ক্ষমতা
● মিডিয়াটেক হেলিও জি 85
● অক্টাকোর (2GHz, ডুয়াল কোর+ 1.8 GHz Hexa কোর)
● 8 GB RAM
প্রদর্শন
●6.6 ইঞ্চি (16.77 সেমি ) আইপিএস এলসিডি
●720×1612 Px (HD+)
●90Hz রিফ্রেশ রেট
● পাঞ্চ হোল ডিসপ্লের শহর বেসেল লেন্স
পেছনের ক্যামেরা
● ডুয়েল ক্যামেরা সেটআপ 50 এমপি ওয়াইট অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা
● ডুয়েল এলইডি Netflix
●2k @ fps ভিডিও রেকর্ডিং
সামনের ক্যামেরা
●32 এমপি হোয়াইট এঙ্গেল লেন্স
● ডুয়াল এলইডি
● ফুল এইচডি @ 30fps ভিডিও রেকর্ডিং
ব্যাটারি
●5000mAh
●18w দ্রুত চার্জিং ইউএসবি সি পোর্ট
সাধারণ
●SIM 1 : Nano ,SIM2 : Nano
● ভারতের 5g সমর্থিত নয়
●128 GB অভ্যন্তরীণ স্টোরিজ 1TB পর্যন্ত প্রচারণযোগ্য