বাজারে এসে গেছে samsung এর নতুন 5G স্মার্টফোন samsung galaxy A35 । যার মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ এবং 5000mah এর ব্যাটারি।
Samsung galaxy A35 |
মার্চ মাসের স্যামসাং নতুন স্মার্ট ফোন লঞ্চ করে ফেলল দুরন্ত ক্যামেরা এবং ফিচারস নিয়ে। বাজারে আসতে চলেছে এই 5G স্মার্টফোন samsung galaxy A35 ।
ক্যামেরা রয়েছে এর মধ্যে এর সাথে রয়েছে 25w এর দ্রুত চার্জিং ইউএসবি C টাইপ কেবল।
হাইলাইট
● 14ই মার্চ লঞ্চ হতে চলেছে এই 5g samsung galaxy A35 স্মার্টফোনটি।
● অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও এমাজনে পাওয়া যাবে এর সাথে samsung এর নিজস্ব স্টোর গুলিতে খুব সহজে পাওয়া যাবে এই ফোনটি।
● ফোনটির দাম রাখা হয়েছে 34390 টাকা । আরো বিভিন্ন ধরনের Ram ও দামের কমবেশি হবে।
আজকালকার স্মার্ট ফোনে দরকার ভালো ram ও first charging এর পরিষেবার রয়েছে এই ফোনটির মধ্যে টুকর ক্যামেরার সাথে চাহিদা মেটাতে এই ৫জি স্মার্টফোনটিতে android version 14 দেওয়া হয়েছে।
কর্ম ক্ষমতা
● Samsung Exynos 1380
● অক্টো কর (2.4 GHz, Quad core +2GHz ouad core)
●8 GB RAM
প্রদর্শন
●6.6 ইঞ্চি (16.76 সেমি) সুপার AMOLED
●1080×2340 pc (FHD+)
●120Hz রিফ্রেশ রেট
● গরিলা গ্লাসের সুরক্ষা
● পাঞ্চ হোল ডিসপ্লে সহ বেজাল লেন্স
পিছনের ক্যামেরা
● ট্রিপল ক্যামেরা সেটআপ
●50 এমপি হোয়াইট অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8 এমপি অল্টো হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা, 5 এমপি ম্যাক্রো ক্যামেরা
● এলইডি ফ্ল্যাশ
●4k @30fps ভিডিও রেকর্ডিং
সামনের ক্যামেরা
●13 এমপি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স
ব্যাটারি
●5000mAh ব্যাটারি
●25w দ্রুত চার্জিং ইউএসবি টাইপ সি পোর্ট
সাধারণত
●SIM1: Nano, SIM2:Nano
● ভারতে 5G সমর্থিত
●128 GB অভ্যন্তরীণ স্টোরেজ, 1TB পর্যন্ত প্রসারণযোগ্য
● ধুলো প্রতিরোধে জল প্রতিরোধী
Official website- Link..