Samsung new phone 5g

বাজারে এসে গেছে samsung এর নতুন 5G স্মার্টফোন samsung galaxy A35 । যার মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ এবং 5000mah এর  ব্যাটারি।


Samsung new phone 5g
Samsung galaxy A35


মার্চ মাসের স্যামসাং নতুন স্মার্ট ফোন লঞ্চ করে ফেলল দুরন্ত ক্যামেরা এবং ফিচারস নিয়ে। বাজারে আসতে চলেছে এই 5G স্মার্টফোন samsung galaxy A35 । 
ক্যামেরা রয়েছে এর মধ্যে এর সাথে রয়েছে 25w এর দ্রুত চার্জিং ইউএসবি C টাইপ কেবল।

হাইলাইট

● 14ই মার্চ লঞ্চ হতে চলেছে এই 5g samsung galaxy A35 স্মার্টফোনটি।
● অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও এমাজনে পাওয়া যাবে এর সাথে samsung এর নিজস্ব স্টোর গুলিতে খুব সহজে পাওয়া যাবে এই ফোনটি।
● ফোনটির দাম রাখা হয়েছে 34390 টাকা । আরো বিভিন্ন ধরনের Ram ও দামের কমবেশি হবে।

আজকালকার স্মার্ট ফোনে দরকার ভালো ram ও first charging এর পরিষেবার রয়েছে এই ফোনটির মধ্যে টুকর ক্যামেরার সাথে চাহিদা মেটাতে এই ৫জি স্মার্টফোনটিতে android version 14 দেওয়া হয়েছে।


কর্ম ক্ষমতা

● Samsung Exynos 1380
●  অক্টো কর (2.4 GHz, Quad core +2GHz ouad core)
●8 GB RAM

প্রদর্শন

●6.6 ইঞ্চি (16.76 সেমি) সুপার AMOLED
●1080×2340 pc (FHD+)
●120Hz রিফ্রেশ রেট
● গরিলা গ্লাসের সুরক্ষা
● পাঞ্চ হোল ডিসপ্লে সহ বেজাল লেন্স

পিছনের ক্যামেরা

● ট্রিপল ক্যামেরা সেটআপ
●50 এমপি হোয়াইট অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8 এমপি অল্টো হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা, 5 এমপি ম্যাক্রো ক্যামেরা
● এলইডি ফ্ল্যাশ
●4k @30fps ভিডিও রেকর্ডিং

সামনের ক্যামেরা

●13 এমপি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স

ব্যাটারি

●5000mAh ব্যাটারি
●25w দ্রুত চার্জিং ইউএসবি টাইপ সি পোর্ট

সাধারণত

●SIM1: Nano, SIM2:Nano 
● ভারতে 5G সমর্থিত
●128 GB অভ্যন্তরীণ স্টোরেজ, 1TB  পর্যন্ত প্রসারণযোগ্য
● ধুলো প্রতিরোধে জল প্রতিরোধী

Official website- Link..

আরো নতুন নতুন 5G স্মার্টফোনের সম্পর্কে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।


Join us  more..