5g oppo new phone oppo F25 pro

5g oppo new phone

মাসের শেষে দিনের সেরা স্মার্টফোনের লঞ্চ করতে চলেছে oppo F25 pro   ইতিমধ্যে সেই ফোনের ঘোষণা করেছে কোম্পানি,  দুরন্ত ক্যামেরা এবং ফিচারস নিয়ে বাজারে আসতে চলেছে এই 5G স্মার্টফোন 64 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে সঙ্গে মিলবে ফার্স্ট চার্জিং ক্যাপাসিটি ।ফোনে আর কি কি ফিচার এবং স্পেসিফিকেশন থাকছে চলেছে জেনে নেওয়া যাক।

Upcoming phone 2024 (oppo F25 pro)
Upcoming phone 2024 (oppo F25 pro)

Upcoming phone 2024 (oppo F25 pro)
Upcoming phone 2024 (oppo F25 pro)



হাইলাইট : 

অনলাইন ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্ট ফোন।
● অপো রেনো 11F 5G নাম বদল করে আসছে ভারতে।

আজকালকার স্মার্ট ফোনে দরকার ভালো রেম ফাস্ট চার্জিং এবং তুখোর ক্যামেরা সেই ফিচারস চাহিদা মেটাতে আসছে oppo F25 pro 5G স্মার্টফোন ।
২০২৪ এ লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
অনলাইন ই-কমার্স সাইট flipkart এবং amazonথেকে অর্ডার করতে পারবেন এই স্মার্টফোনটি।
অপু রেনো 11F স্মার্টফোনটি ব্যান্ড হয়ে ভারতে লঞ্চ হবে এমনটি জানা গিয়েছে।

ইতিমধ্যে অ্যামাজনে ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়ে গিয়েছে, এফ সিরিজের নতুন ফোনে কি কি ফিচারস ও স্পেসিফিকেশন থাকতে চলেছে আসুন জেনে নেওয়া যাক।



Oppo F25 Pro ফিচারস ও স্পেসিফিকেশন : 

6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে চলেছে এই স্মার্ট ফোন মিলবে ও LED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট। স্মার্ট ফোন পরিচালনা করার জন্য মিলবে এন্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম যেহেতু flexip smartphone তাই এতে দেওয়া হয়েছে হাই এন্ড মিডিয়াটেক ডিমেনসিটি 7050 প্রসেসর।
স্মার্টফোনে সর্বোচ্চ 8GB LPDDR4X RAM এর 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। এর পাশাপাশি আরো এইট 8GB RAM এর সুবিধা থাকবে বলে জানিয়েছে oppo। এই ধরনের স্মার্টফোন বরাবরই মূল্য আকর্ষণ থাকে ক্যামেরা এক্ষেত্রেও তার ব্যতিক্রমী নয়।
ফোনের ব্যাক প্যানেলে মিলবে সিক্সটি ফোর মেগাপিক্সেল অমনি ভিশন ক্যামেরা সঙ্গে এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট লেন্স এবং টু মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সামনে সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেল sony IMX615 সেন্সর এই ক্যামেরা তে Ai পাওয়া যাবে বলে জানিয়েছে oppo।

ব্যাটারি ফিচারস : 

স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি মিলবে 5000 mAh এবং 67w ফাস্ট চার্জিং ip65 রেটিং এর সঙ্গে আসতে চলেছে এই স্মার্টফোন ।থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং NFC সাপোর্ট।

Oppo F25 pro সম্ভাব্য দাম :

কোম্পানি তরকারি ঘোষণা না হলেও ইতিপূর্বে একাধিক টেক রিপোর্ট oppo F25 pro এর সম্ভাব্য দাম জানানো হয়েছে। ভারতে 30000 টাকা প্রাইজ সেগমেন্টের ভেতর লঞ্চ হতে পারে এই স্মার্টফোনটি।
আপাতত নিশ্চিত যে এটি অনলাইনে amazon থেকে অর্ডার করা যাবে যেখানে একাধিক ব্যাংক ডিসকাউন্ট থাকলেও থাকতে পারে অনলাইনে পাশাপাশি তা অফ লাইনে oppo রিলেটেড সেন্টার থেকে কিনতে পারবেন এই স্মার্টফোন।


প্রতিনিয়ত এরম এরকম আপডেট পাওয়ার জন্য জয়েন হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
Join us